শক্তিশালী ভূমিকম্পে কেপে উঠল বাংলাদেশসহ চার দেশ
আজ, ৭ জানুয়ারি, মঙ্গলবার, সকাল ৭টা ৫ মিনিটে বাংলাদেশের রাজধানী ঢাকা এবং দেশের অন্যান্য স্থানে অনুভূত হয় শক্তিশালী ভূমিকম্প। ভারতের, নেপাল, চীন, ও ভুটানেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল চীনে এবং রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.১।
এ ভূমিকম্পের তীব্রতায় ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকলেও এখন পর্যন্ত কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা গণমাধ্যমকে জানান, ভূমিকম্পটি মেজর ক্যাটাগরির ছিল এবং ঢাকা থেকে ৬১৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে চীনের একটি স্থান থেকে এর উৎপত্তি হয়েছে।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি চীনের জিজাং স্বায়ত্তশাসিত অঞ্চলে (তিব্বত) সংঘটিত হয়েছে। বাংলাদেশের স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটে অনুভূত হওয়া এই ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। জার্মান রিচার্স সেন্টার ফর জিওসায়েন্স-জিএফজেডও ভূমিকম্পের মাত্রা ৭.০ হিসেবে জানিয়েছে।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) অনুযায়ী, ভূমিকম্পটি ভারতের স্থানীয় সময় সকাল ৬টা ৩৫ মিনিটে ঘটেছিল। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তিব্বতের জিজাং এলাকায়।
নেপালের কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, নেপালের কাঠমান্ডু ও আশপাশের অঞ্চলে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির ধাদিং, চিতওয়ান, সিন্ধুপালচোক, কাভরে ও মাকওয়ানপুর জেলাতেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু প্রতিবেদন জানিয়েছে, ভূমিকম্পটি নেপালের সীমান্তের কাছে তিব্বতে আঘাত হেনেছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এক্স-এ পোস্ট করেছে যে, এই ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.১, যা তিব্বতের জিজাং অঞ্চলে সংঘটিত হয়।
এটি ছিল গত কয়েক দিনের দ্বিতীয় শক্তিশালী ভূমিকম্প। ৩ জানুয়ারি, বাংলাদেশসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছিল, যার মাত্রা ছিল ৫। এর উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের পার্শ্ববর্তী মিয়ানমার।
এছাড়া, ২০২৩ সালের নভেম্বরে ৬.৪ মাত্রার ভূমিকম্প নেপালে আঘাত হেনেছিল, যার ফলে শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। বিজ্ঞানীদের মতে, ভারতীয় ও ইউরেশীয় পাতের সংঘর্ষের কারণে এই অঞ্চলে ভূমিকম্পের আশঙ্কা থাকে।
এ অঞ্চলের ভূতাত্ত্বিক ক্রিয়াকলাপের কারণে ভূমিকম্পের ঘটনা প্রায়ই ঘটে, তবে আজকের ভূমিকম্পের পর ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
1 Comments
হে আল্লাহ আপনি সবাইকে হেফাজত করুন।
ReplyDelete